বাংলা একটা প্রবাদ আছে, “অনুরোধে ঢেঁকি গেলা” অর্থাৎ, অনুরোধ রক্ষার্থে অসম্ভব কিছু করে ফেলা। মানুষ এক আজব জীব! অনায়াসে এত কঠিন কঠিন কথা বলে ফেলতে পারলেও পৃথিবীর সবচেয়ে ছোট এবং সহজ শব্দ ‘না’ একদম বলতেই পারে না। এই একটা শব্দ হুট করে বলে ফেলাটা আসলেই অনেক কঠিন, কারণ, মানুষের সাধারণ স্বভাবই হচ্ছে মহানুভবতা প্রকাশ। কোনো মানুষই কারো কষ্ট বা বিরক্তির কারণ হতে চায় না। কিন্তু, এই সহজ শব্দটার উচ্চারণই অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি নিয়ে আসে যাতে করে মানুষ তার অনেক প্রিয় মানুষেরও কষ্টের কারণ হয়ে যায় আর এই পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্যই অনেক সময় আমরা চাপে পরে এমন অনেক জায়গায় ‘হ্যাঁ’ বলে দিই যেখানে আমাদের স্বার্থহানি হয়।আমাদের বোঝা উচিত যে, আমাদের স্বার্থের হানি হচ্ছে এমন জায়গায় আমাদের পুরো অধিকার আছে না বলে দেয়ার কিন্তু, অবশ্যই তা বলতে হবে খুবই ভদ্রভাবে যাতে করে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। তো চলুন নিচের কৌশলগুলো দিয়ে সুগারকোট করে ফেলি আমাদের ‘না’-গুলোকে।